২য় দিনের কার্যক্রম জাকেরানদের মাঝে ইফতার উপহার নগদ অর্থ বিতরণ করেন কাজী বাক্কি বিল্লাহ
মোঃ রেজাউল করিম রনি
নিউজ ডেস্কঃ
করোনার এই মহামারী তে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ র মানবিক কার্যক্রম
আজ ১৯ শে মে সকাল থেকে বিকেল পযন্ত
লক্ষীপুরের রায়পুর মোল্লারহাট বাজার , আখন বাজার, বামনি বাংলাবাজার বাজার, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ এর ৭০ গুন মহব্বতী জাকেরানদের মাঝে ইফতার উপহার প্রদান করা হয়।
বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফ কর্মীগ্রুপ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অন্যতম সদস্য,কেন্দ্রীয় ওলামা কাউন্সিলের সদস্য,চট্টগ্রাম বিভাগীয় কর্মী গ্রুপের প্রধান,কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ এর পক্ষ থেকে তার নিজস্ব অর্থায়নে ইফতার উপহার বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ ওলামা কাউন্সিল সদস্য রায়পুর বড় মসজিদ এর সন্মানিত খতিব মুফতি আবদুল ওয়াদুদ সিদ্দিকী,লক্ষ্মীপুর জেলা কর্মী গ্রুপ সহকারী কর্মী প্রধান মাইন উদ্দিন খোকন, কারী মোঃ ইউচুফ, রায়পুর প্রেস ক্লাব এর সাবেক সহসভাপতি মোঃ সৈয়দ আহম্মদ প্রমুখ ।