রায়পুরে এনজিও সিদীপ কর্মীরা বেপরোয়া।
মোঃ রেজাউল করিম রনি নিউজ ডেস্কঃ
লক্ষীপুরের রায়পুরে এনজিও,সিদীপ কর্মীরা বেপরোয়া রায়পুরে উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর নিদের্শ মানছেনা।
এনজিও কর্মীরা আজ বুধবার ৩ জুন
পৌর ৩ নং ওয়াড কেরামত আলী মিঝি বাড়ী পৌর ১ নং ওয়ার্ড মোল্লাবাড়ীসহ সীদীপ কর্মীরা। গরিব অসহায়দের কাছ থেকে গত এক সপ্তাহ ধরে চাপ সৃষ্টি করে টাকা আদায় করছে। কিস্তি টাকা যোগাতে ফোনদিয়ে চাপ সৃষ্টি করেছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,এনজি কর্মীদের বলা হয়েছে কিস্তি টাকা না নেওয়ার জন্য,