বাসুদেব দাশ।।
স্টাফ রিপোর্টার:-
টাংগাইল জেলার মধুপুর উপজেলাধীন ১১ নং শোলাকুড়ী ইউনিয়নের পেগামারী গ্রামের এইসব জমিতে আদিবাসীরা বংশপরম্পরায় বসবাস ও চাষাবাদ করে আসছে। এই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে বাসন্তী রেমা তাঁর ৪০ শতাংশ আবাদি জমিটিতে কলা চাষ করেন। কিন্তু গতকাল ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে হঠাৎকরে বিনা নোটিশে বন বিভাগের সহকারী কমিশনার জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে বাসন্তী রেমার ওই জমির সকল কলা গাছ কেটে ফেলা হয়। যার আবাদি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
এমন অনাচার পূর্বক ফসলি কলাগাছ কাটা ও জোরপূর্বকভাবে আদিবাসিদের জমি দখলের চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন মহল।
সঠিক তদন্ত সাপেক্ষে বাসন্তী রেমাকে ক্ষতিপুরণ সহ দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে এলাকাবাসী।