ঢালিউড সুপারস্টার মান্না। যিনি তার বাস্তুবধর্মী অভিনয় দিয়ে জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের মন। প্রিয় এই নায়ক চলে যাওয়ার ১৩ বছর পূর্ণ হল আজ (১৭ ফেব্রুয়ারি)। ২০০৮ সালের এ দিনে তিনি মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মান্নার মৃত্যুবার্ষীকিতে তাকে স্মরণ করেছেন লাখ লাখ ভক্ত ও তার সহকর্মীরা। এই দিনে মান্নাকে স্মরণ করছেন বর্তমান সময়ের বাংলা সিনেমার কিং শাকিব খান।
বুধবার বিকেলে মান্নার প্রয়াণ দিবসে তার সাথে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনন্টাগ্রামে পোস্ট দিয়েছেন শাকিব খান।