রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সোমবার দুপুর ১ টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আদমজী কোর্ট ভবনের সপ্তম তলার একটি গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয়।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে কীভাবে আগুন গেলেছে তা তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন