ঝিনাইদহ থেকে জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিক
ঝিনাইদহ ০৬ এপ্রিল-২০২১
লক ডাউনের প্রতিবাদ ও দোকান খোলা রাখার দাবিতে ঝিনাইদহের
শৈলকুপায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার
সকালে ব্যবসায়ীরা শহরের চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে
বিক্ষোভ করতে থাকে। এ সময় শৈলকুপা শহরে যান বাহন চলাচল বন্ধ
হয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী
কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের
সাথে আলোচনা করলে তারা অবরোধ তুলে নেয়। এদিকে জেলা শহরে
কিছুটা লক ডাউন মানলেও উপজেলা শহরে মানুষ করোনা
প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনা মানা হচ্ছে না। হাট
বাজার গুলোতে ভিড় করে চলছে কেনাবেচা নিরাপদ দূরত্বের বালাই
নেই এমনকি অনেকে মাস্ক পর্যন্ত ব্যবহার করছে না।
মোঃ জাহিদুর রহমান তারিক,
ঝিনাইদহ অফিস,
মোবাঃ-০১৫১৯-৬৫৬৫৬৫