
শেখ মোস্তফা কামাল যশোর জেলা প্রতিনিধিঃ-
মানুষের কল্যাণে সব সময় পাশে থাকে যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও টাইম ভিশন২৪ এর প্রতিষ্ঠাতা পরিচালক ওবাইদুল ইসলাম অভি (জি এম অভি)। সাম্প্রতি মানুষের কল্যানে কাজ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি রীতিমতো ভাইরাল হয়েছে।
এদিকে যশোরে চলছে প্রচন্ড খরা তাপ প্রবাহ। ভাইরাল ওই ছবিতে দেখা গেছে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর সজনের একটু তৃষ্ণা মেটাতে গভীর নলকূপ থেকে পানি উঠিয়ে দিচ্ছে সাংবাদিক অভি।
এই মানবিক সাংবাদিকের বিষয়ে বিভিন্ন মহল থেকে খোজ নিয়ে জানা গেছে, তিনি তার বেশি সময়টা কাটান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। বেশি সময় হাসপাতালে কাটানোর কারন খুজতে গিয়ে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
যশোর জেনারেল হাসপাতালে যারা আসেন তারা বেশিরভাগ গরিব ও অসহায়। আর তারা যেন কোন প্রকার সেবা থেকে বঞ্চিত বা কোন প্রকার প্রতারনার শিকার না হয় মুলত সে কারনে তার বেশী সময় দেওয়া হাসপাতালে।
এছাড়া অনেক সময় কোন রোগী ঔষধ কিনতে না পারলে তার নিজের পকেটের টাকা দিয়েও তিনি ঔষধ কিনে দেন এবং অনেক সময় দেখা গেছে কোনো রোগীর রক্তের প্রয়োজন কিন্তু কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না তখনও দেখা গেছে তার নিজের রক্ত দিয়েও তাদের প্রয়োজন মেটান।
বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বিপদ আপদে নি:স্বার্থে ঝাঁপিয়ে পরেন এই মানবিক সাংবাদিক। তাছাড়া যশোরের স্বাস্থ্যবিভাগ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়ম দুর্নীতি খবর সাহসিকতার সাথে তুলে ধরেন দৈনিক যশোর পত্রিকায়।
এ বিষয়ে সাংবাদিক জিএম অভির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাধারন একজন মানুষ আসলে আপনারা যা বলছেন তা অনেকটা সত্যি তবে মানুষের কল্যাণে কাজ করতে আমার ভালোলাগে আর এই ভালোলাগা থেকেই আমি এই কাজ গুলো করি।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন এমন ভালো কাজের সাথে সবসময় থাকতে পারে এবং মৃত্যুর আগ পর্যন্ত এমন ভালো কাজের সাথে থাকতে পারেন।