
জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে পুরো বিশ্বকে। বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার কারনে গোটা বিশ্ব প্রাকৃতিক চরিত্রেও পরিবর্তন এসেছে। বর্তমান সময়ের পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে পৃথিবীর সকল মানুষ আতঙ্কের মধ্যে আছে। ১৯৬০ সাল থেকে শতাধিক বিপর্যয়ের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পৃথিবী। সর্বোচ্চ হারিয়েছে ৫০ মিলিয়নেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে অনেক মানুষের। আর অধিকাংশ বিপর্যয়ের সঙ্গেই জড়িয়ে রয়েছে জলবায়ু পরিবর্তন ২০২০ সালে আবহাওয়ার অবনতি ও জলবায়ুর পরিবর্তনের কারণে বাড়িঘর ছাড়া হয়েছে চার কোটি মানুষ। এ বছর থেকে জলবায়ু পরিবর্তনের কারণে আরো চরম হচ্ছে আবহাওয়ার বিরূপ প্রভাব। চলতি বছরের মধ্যে তা রেকর্ড ভেঙে সাড়ে পাঁচ কোটি হবে। বহু মানুষকে ছাড়তে হবে নিজ দেশ। এই সংখ্যা বর্তমান বিশ্বে শরণার্থী জনসংখ্যার দ্বিগুণ হবে। কোনো দেশ বা জনগোষ্ঠী নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে পড়বে সারা বিশ্বের মানুষ। বিশেষ করে গত ২০ বছরে এই প্রভাব ছড়িয়ে পড়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা থেকে অ্যামেরিকা মহাদেশেও। জ্বালানির বাড়ন্ত ব্যবহার আবহাওয়াকে উষ্ণ করে তুলছে, এর ফলে আরো বেশিসংখ্যক মানুষ অপ্রত্যাশিত বন্যা বা ঝড়ের কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হবে। পাশাপাশি ফসলের ক্ষতি ও খরার মতো কারণে এই ধারাকে আরো প্রকট করে তুলবে।