
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা পর্যায়েও নিয়ামতপুরের শ্রেষ্ঠ অধ্যক্ষ হন তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা ও জেলা শিক্ষা কার্যালয় থেকে তাকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়। ২০১৯সালে ও তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছিলেন। আবুল কালাম আজাদ উপজেলার চন্দননগর ইউনিয়নের গনেশ পাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার এ অর্জনে কলেজের শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে দেশের সেবা করতে পারেন সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন আবুল কালাম আজাদ।