
সুমন কুমার ঘোষঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আজ (২৩ শে এপ্রিল) শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুরে ঘের ব্যবসায়ী মোস্তাক আহমেদ এর বিরুদ্ধে স্থানীয় জমি মালিকেরা মানববন্ধন করেন। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মির্জাপুর ও ভবানিপুর এর মধ্যবর্তী বিলের ভেতরে। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ৪ নং কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম।
উক্ত মানববন্ধনে জমি মালিকদের বক্তব্যে তারা বলেন, আমাদের প্রায় ৫০০ পরিবারের আনুমানিক ৭০০একর জমিতে কেশবপুরের মোস্তাক আহমেদ গত ৫ বছর ধরে মাছের ঘের করছেন। তার সাথে আমাদের চুক্তিপত্র গত ১৪ই এপ্রিল শেষ হয়েছে। কিন্তু মোস্তাক আহমেদ ঘেরের জমি ফেরত দিতে রাজি নন। তিনি কিছু অসাধু লোকের সহযোগিতায় আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। আমরা উক্ত বিযয়টি উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রশান্ত কুমার বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারকে জানালে তারা গত ১৬ এপ্রিল ঘের ব্যবসায়ী মোস্তাক আহমেদ ও জমি মালিকদের বসেন এবং দুই পক্ষের কথা শোনার পর সব দিক বিবেচনা করে আজ ২৩ এপ্রিল এর মধ্য ঘেরপর যাবতীয় মালামাল সরিয়ে নিতে বলেন কিন্তু মোস্তাক আহমেদ সেটি না করে দুই দিন আগে ৪০ - ৫০ জন লোক নিয়ে এলাকায় আসে, তাদের হাতে লাঠি ও দেশীয় অস্ত্র ছিল। তারা এসে জমি মালিকদের হুমকি দেয়। তারই ফলশ্রুতিতে আজকের এই মানববন্ধন।
এসময় ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম বলেন, নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এর সমন্বয়ে বসাবসি করে যে সিদ্ধান্ত হয়েছিল সেটি ঘের ব্যবসায়ী না মেনে নিয়ে উল্টো আমার এলাকার অসহায় লোকদের উপর হুমকি দিচ্ছে। আমি এর ঘোর প্রতিবাদ করছি।
উল্লেখ গত ৬ মাস আগে এই ঘের ব্যাবসায়ী মোস্তাক আহমেদ ভবানীপুর গ্রামের প্রহ্লাদ লন্ডলকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে তার হাত কেটে গরুর গোবর ঢুকিয়ে দেয় এবং তাকে প্রচুর মারধর করে। সেই সময় প্রহ্লাদ মন্ডল দীর্ঘদিন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি ছিলেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন জমি মালিক আশীষ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, নারায়ন ঘোষ, তুলশি ঘোষ, পরিতোষ ঘোষ, গৌর ঘোষ, রমা ঘোষ, বিষ্টুপদ ঘোষ, আদিত্য ঘোষ, তরুন পাল, সাধন ঘোষ, দিলীপ ঘোষ, কলিম সরদার, নুর আলী সরদার, ফজর সরদার, আনিস সরদার, সত্যপদ ঘোষ, তিমীর ঘোষ, আলাউদ্দীন, জলিল সরদার, দীনেশ মন্ডল, সরজিৎ মন্ডল, অজীত মন্ডল,আকাশ মন্ডল, স্বপন মন্ডল, দেব গাইন প্রমুখ।