প্রতারণা চক্র- ঈশ্বরদীতে দোকানে মাল কিনে ‘বিকাশের ভূয়া ম্যাসেজ’ প্রতারককে আটক করলো পুলিশ

মামুনুর রহমান, বূর‍্যে প্রধান,রাজশাহী: ঈশ্বরদীতে মুদি দোকানে মাল কিনে অভিনব কায়দায় ‘বিকাশ এর ভূয়া ম্যাসেজ’ পাঠিয়ে প্রতারণা কালে এক প্রতারককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে বাবু স্টোরে এ ঘটনা ঘটে। আটক প্রতারক যুবক হাবিব খান (২২) ঈশ্বরদীর পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের মৃত হাসান খানের ছেলে। সে নিজ মুখে তার অভিনব প্রতারণার কথা স্বীকার করে। ভুক্তভোগী মুদি দোকানী হাবিবুর রহমান বাবু জানান, সন্ধ্যায় (মাগরিব আজান মূহুর্তে) তার দোকানে ক্রেতা সেজে হাবিব খান নামে ওই যুবক এসে এক বস্তা (২৫ কেজি) চাউল ও ৫ কেজি সোয়াবিন তেল ক্রয় করে। মোট দাম ২৬০০ টাকা হলে তার কাছে টাকা চাইলে সে বলে কাছে নগদ টাকা নেই, আপনার বিকাশ নাম্বার দিন ৪১০০ টাকা দিচ্ছি। আমাকে অতিরিক্ত ১৫০০ টাকা ফেরত দিন।
ব্যবসায়ী বাবু জানান, তিনি ওই যুবককে তার বিকাশ নাম্বার দিলে ৪১০০ টাকার সেন্ড মানি একটি ম্যাসেজ তার মোবাইলে আসে। সে সময় তিনি তার বিকাশ একাউন্টের ব্যালান্স চেক করে দেখতে পান কোন টাকা জমা হয়নি। সন্দেহ হলে তিনি ম্যাসেজটি পড়তে গিয়ে দেখতে পান এটি বিকাশ থেকে দেওয়া কোন ম্যাসেজ নয়, মোবাইল নাম্বার থেকে দেওয়া একটি ‘ভূয়া’ ম্যাসেজ। তিনি বলেন, অভিনব প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আশেপাশের লোকজনকে ডেকে পুলিশে খবর দেওয়া হয়।
এদিকে, প্রতারণার অভিযোগে আটক যুবক হাবিব খান অভিনব এ প্রতারণার ঘটনার সত্যতা স্বীকার করে উপস্থিত লোকজনের কাছ থেকে কান ধরে উঠবোস করে ক্ষমা চান। রুপপুর পুলিশ ফাঁড়ির এএসআই রঞ্জন কুমার জানান, একই ধরনের ঘটনা গত ২০ সেপ্টেম্বর রুপপুর তিন বটতলায় ঘটেছে। সেখানে বাবর আলী নামে এক মুদি দোকানীর কাছ থেকে ৩৬০০ টাকার পণ্য কিনে ৬০০০ টাকার ভূয়া বিকাশ ম্যাসেজ দিয়ে নগদ ২৪০০ টাকা নিয়ে লাপাত্তা হয় প্রতারক। ওই ঘটনায়ও তার সম্পৃক্ততা আছে কিনা তা জানার চেষ্টা চলছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে আসামিকে আটক করে আনা হয়েছে। এ বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত আরও তথ্য বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

ফেসবুকে আমরা