জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো সোনালীকা ২০২৪ বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন।

রোকসানা ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

আজ(১৫ ই অক্টোবর, রোজ মঙ্গলবার)এসি আই মটরস লিমিটেড এর পক্ষ হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বেতবাড়িয়া মামুন মটরস সংলগ্ন ফরিদ মিয়ার মাঠে সোনালীকা সার্ভিস ক্যাম্পেইন(মেলা) মতবিনিময় সভা ও ডেলিভারি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।উক্ত ক্যাম্পেইন ও মেলায় সোনালীকা ট্রাক্টর প্রদর্শনী, রেজিষ্ট্রেশন বুথ,বিক্রয় অনুসন্ধান, হেলথ চেক-আপ, স্পেয়ার পার্টস বিক্রয়,টি এন্ড ফুড স্টল,সোনালীকার ট্রাক্টরের বিভিন্ন পার্টসের উপর বিশেষ ছাড়, প্রায় ৮০-৯০ টি সোনালীকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস দেওয়া হয়।৪টি নতুন সোনালীকা ট্রাক্টর এবং ২ টি পুরাতন ট্রাক্টর ডেলিভারি করা হয়।যারা উক্ত মেলায় নিজস্ব সোনালীকা গাড়ি নিয়ে হাজির হয়েছে তাদের গাড়ির ড্রাইভার ও মালিক উভয়কে চমৎকার একটি টি-শার্ট উপহার দেওয়া হয়ছে।সবার জন্য উন্মুক্ত নাস্তা এবং মধ্যহ্নভোজ এর সু-ব্যবস্থা করা হয় সোনালীকার পক্ষ হতে। অনুষ্ঠানে বিভিন্ন রকমের গেইম শো, র‍্যাফেল ড্র,সংগীত অনুষ্ঠান, সেল্ফি জোন এর আয়োজন করা হয় এবং বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।সকাল ৯ঃ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয় এবং ঝমকালো ও সফলভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। উক্ত বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভায় উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করেছেন এসি আই মটরস এর মোঃ মমিনুর রহমান(ডেপুটি রিজওনাল সেলস ম্যানেজার) মোঃসাইফুল ইসলাম (রিজওনাল ম্যানেজার সার্ভিস) মাহবুব আলম(ডেপুটি রিকোভারি টেরিটোরি ম্যানেজার) সাখাওয়াত হোসেন(টেরিটোরি ম্যানেজার সার্ভিস) সাব্বির আহমেদ(সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার) আহসান হাবীব(সিনিয়র মার্কেটিং অফিসার) মতিউর রহমান(সিনিয়র রিকোভারি অফিসার) মহাদেব চন্দ্র বর্মণ(মার্কেটিং অফিসার)মোঃমামুন মিয়া(ডিলার)সহ সোনালীকার ক্রেতা,বিক্রেতা,স্বাস্থ্য চেক-আপের জন্য সুদূর ঢাকা হতে আগত ডাক্তার নার্স, গণমাধ্যমকর্মী সহ সোনালীকার ক্রেতা -বিক্রেতাগণ।সর্ব সাধারণের উপস্থিতিতে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে এ সি আই মটরস কোম্পানি লিমিটেড এর সোনালীকা -২০২৪ ডে ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়ছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

ফেসবুকে আমরা